|| ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৬শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
সিরাজদিখানে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠান সম্পন্ন
প্রকাশের তারিখঃ ২ এপ্রিল, ২০২৫
আরিফুল ইসলাম খান সিরাজদিখান প্রতিনিধি :
সিরাজদিখানে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (২ এপ্রিল) উপজেলার বালুচর ইউনিয়ন পরিষদে সকাল ১১ টায় বালুচর ইউনিয়ন স্টুডেন্টস সোসাইটির আয়োজনে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
জাতিসংঘের আইসিটি কর্মকর্তা (অব.) নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আওলাদ হোসেন।
বালুচর ইউনিয়ন স্টুডেন্টস সোসাইটির আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নটরডেম বিশ্ববিদ্যালয় অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেন, বালুচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আব্দুল লতিফ, সদস্য সচিব আবুল হোসেন, ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা মেজর সিফাতুল আলম, দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক আশরাফ ইকবাল,
ক্যাম্পে ফ্রি ম্যাডিকেল চিকিৎসা দেন ঢাকা পঙ্গু হাসপাতালের অধ্যাপক ডা. মাহবুবুর রহমান, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি ডা. মো. তরিকুল ইসলাম, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এমডি রেসিডেন্ট ডা. মোশাররফ হোসেন আবির, ডেল্টা মেডিকেল কলেজের গাইনি এন্ড অবস ডা. মহসিনা মুন্নি, নারায়ণগঞ্জ আলহেরা জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শিউলী আক্তার, বসুন্ধরা আদদ্বীন মেডিকেল কলেজের লেকচারার ডা. সামির পারভেজ, এমবিবিএস ডা. খালিদ মহিউদ্দিন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পিজিটি ডা. মাহমুদুল হাসান প্রমুখ।
আরিফুল ইসলাম খান সিরাজদিখান প্রতিনিধি
০২/০৪/২৫ ইং
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.