|| ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
কুলিয়ারচর ট্রেনে কাটা পড়ে এক ব্যাক্তি নিহত
প্রকাশের তারিখঃ ১ এপ্রিল, ২০২৫
মো. আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ট্রেনের নিচে কাটা পড়ে বাবুল চন্দ্র দাশ (৬৫) নামে এক ব্যাক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (০১ এপ্রিল) দুপুর ১২.৫২ মিনিটের সময় কুলিয়ারচর রেলওয়ে ষ্টেশনের সামনে এই ঘটনাটি ঘটে।
নিহত বাবুল চন্দ্র দাশ উপজেলার পৌরশহরের দাশপাড়া এলাকার পফুল্ল চন্দ্র দাশ এর ছেলে। সে ষ্টেশনে কলা ও সবজি ব্যবসায়ী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও ষ্টেশন মাষ্টার মোঃ পাপ্পু মিয়া জানান, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মেইল ট্রেনটি কুলিয়ারচর ষ্টেশনের কাছাকাছি পৌঁছালে বাবুল চন্দ্র দাশ ট্রেনের নিচে জাপ দিলে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি আরও বলেন, ট্রেনে কাটা পড়ে বাবুল চন্দ্র দাশ এর মাথা, হাত, পা দেহ থেকে আলাদা হয়ে বিচ্ছিন্ন ভাবে পরে আছে।
নিহতের আপন ছোট ভাই যৌতিশ চন্দ্র দাশ জানান, বাবুল আমার আপন বড় ভাই সে ষ্টেশনে কলা ও সবজি ব্যবসায়ী ছিলেন। সে গত ১৫ দিন যাবত মানসিক ভাবে অসুস্থ ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.