|| ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
মতলবের সাংবাদিক জাকির হোসেন বাদশা সড়ক দুর্ঘটনায় আহত : দোয়া কামনা
প্রকাশের তারিখঃ ৩০ মার্চ, ২০২৫
মো: আতাউর রহমান সরকার (মতলব উত্তর প্রতিনিধি):
সাংবাদিক জাকির হোসেন বাদশা সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ৷ তিনি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের লতুরদী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ মনির হোসেনের ছেলে এবং মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন ৷
এছাড়াও তিনি আইপি টেলিভিশন নিউজ ২১ ও স্থানীয় চাঁদপুর সংবাদ পত্রিকায় কর্মরত আছেন।
জাকির হোসেন বাদশা প্রতিদিনের ন্যায় রোববার (৩০ মার্চ) সকালে মোটরসাইকেল যোগে পেশাগত দায়িত্ব পালনে যাওয়ার পথে উপজেলার ফায়ার স্টেশন এর সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হন ৷
খবর পেয়ে মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ,সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ তার সহকর্মিরা বাড়িতে গিয়ে তার খোঁজখবর নেন এবং তার সুস্থ্যতা কামনা করেন ৷
এসময় উপস্থিত সাংবাদিকদের প্রতি জাকির হোসেন বাদশার পরিবারবর্গ দ্রুুত তার সুস্থ্যতা কামনায় সকলের প্রতি দোয়া কামনা করেন ৷
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.