|| ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
হেল্পিং হ্যেন্ডেস এর উদ্যোগে অসহায় ভূমিহীনদের মাঝে ঈদ উপহার সামগ্রিক বিতরণ ।
প্রকাশের তারিখঃ ২৮ মার্চ, ২০২৫
শাহাদাত রাসেল চৌধুরী।
যশোরের ঝিকরগাছায় ভূমিহীন ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭মার্চ) সকাল ১১টায় স্থানীয় গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হেল্পিং হ্যান্ডস সমাজকল্যান সংস্থার আয়োজনে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার।
সংগঠনের সভাপতি আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মেজবাহ উদ্দীন,প্রতিষ্ঠাতা জসিম উদ্দীন, সহকারী সমাজসেবা অফিসার সিরাজুল ইসলাম, গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান, ছুটিপুর কওমিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি আলী আজগার, সহকারী শিক্ষক তরিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, ছুটিপুর বাজার হেল্পিং হ্যান্ডস সমাজ কল্যাণ সংস্থার সিনিয়র সহ-সভাপতি ফিরোজ হোসেন, সাধারণ সম্পাদক বাবু হোসেন, সহসাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহিনুর রহমান, সদস্য মুসফিজুর রহিম জিম ও মাহামুদ হাসানসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে ১০১জন ভুমিহীন ও অসহায় মানুষের মাঝে চাল,তেল,আলু,পেঁয়াজ, রসুন, ডাউল, চিনি, মুড়ি, লাচ্চা সেমাই, প্যাকেট সেমাই, নুডলস, সাবান, শ্যাম্পু, গুড়া দুধ, লবনসহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়েছে।
এছাড়া সংগঠনের পক্ষ থেকে একজন অসুস্থ রোগীকে ১০হাজার টাকা ও ৫জন এতিম বাচ্চাকে ঈদের পোশাক দেয়া হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.