|| ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি
বুর্জ খলিফায় বাংলাদেশের পতাকা ২৬ মার্চ ও জাতীয় সংগীত – ঐতিহাসিক স্বাধীনতা দিবস উদযাপন
প্রকাশের তারিখঃ ২৭ মার্চ, ২০২৫
ইঞ্জি:রুহুল আমিন,দৈনিক বাংলার অধিকার , সংযুক্ত আরব আমিরাত
বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপনের অংশ হিসেবে দুবাইয়ের বিশ্ববিখ্যাত বুর্জ খলিফায় প্রদর্শিত হলো বাংলাদেশের জাতীয় পতাকা। ২৬ মার্চ ২০২৫, সন্ধ্যা ৭:১০ মিনিটে বুর্জ খলিফার গায়ে লাল-সবুজ পতাকার আলো ঝলমল করে ওঠে, আর সেই সঙ্গে গর্বিতভাবে বাজতে থাকে জাতীয় সংগীত "আমার সোনার বাংলা"।
এই ঐতিহাসিক মুহূর্ত সরাসরি প্রত্যক্ষ করেন প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যরা এবং বিভিন্ন দেশের পর্যটকরা। পুরো বুর্জ খলিফা এলাকায় এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়, যেখানে প্রবাসী বাংলাদেশিরা দেশপ্রেমের আবেগে আপ্লুত হয়ে পড়েন।
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবে এই আয়োজন বিশেষ গুরুত্ব বহন করে। এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য ছিল এক অনন্য গর্বের মুহূর্ত, যা সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোড়ন তোলে।
বুর্জ খলিফায় বাংলাদেশের পতাকা ও জাতীয় সংগীতের এই প্রদর্শনী শুধু স্বাধীনতার গৌরবময় ইতিহাসকেই স্মরণ করায় না, বরং বিশ্বদরবারে দেশের মর্যাদা ও সংস্কৃতির সৌন্দর্যকে তুলে ধরে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.