|| ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি
মুক্তিযোদ্ধাদের ভুলে গেলে জাতি তার অস্তিত্বকেই ভুলে যাবে – ময়মনসিংহ বিভাগীয় কমিশনার
প্রকাশের তারিখঃ ২৬ মার্চ, ২০২৫
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ বলেছেন, মুক্তিযোদ্ধাদের ভুলে গেলে জাতি তার অস্তিত্বকেই ভুলে যাবে। জাতির সূর্যসন্তান মুক্তিযোদ্ধাদের এক-দু'দিন সংবর্ধিত করা হলেও, বছরের প্রতিদিনই তারা প্রতিটি বাংলাদেশির স্মৃতিপটে থাকেন। বুকের তাজা রক্ত দিয়ে মুক্তিযোদ্ধাগণ স্বাধীনতা এনেছে বলেই দেশ আজ এগিয়ে যেতে পারছে, দেশের জনগণ নিজ সম্ভাবনার সফল বাস্তবায়ন করতে পারছে।
আজ ২৬ মার্চ, সকাল ১১টায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যগণের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি বলেন, সমগ্র সৃষ্টিকূলের মাঝে একমাত্র মানুষের মাঝেই স্বাধীনতাবোধ রয়েছে। আর বাংলাদেশের মানুষের স্বাধীনতাবোধের যে দৃষ্টান্ত, তা পৃথিবীতে বিরল। একমাত্র বাঙালি জাতিই মাতৃভাষার জন্য রক্ত দিয়েছে। আর তারই ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ঘটে স্বাধীনতাপ্রাপ্তি। মুক্তিযোদ্ধাদের পাশে রয়েছে সমস্ত জাতি। তাঁদের প্রতি জাতির নিরন্তর শ্রদ্ধা, ভালবাসা। আর যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধাগণ স্বাধীনতা এনে দিয়েছেন, সে স্বপ্নের পথেই এগিয়ে চলেছে দেশ।
ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবু বকর সিদ্দিক, পুলিশ সুপার কাজী আখতার উল আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম প্রধান; বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা প্রতিনিধি, জুলাই-আগস্ট ছাত্র আন্দোলনে শহীদ মাহিন ও শহীদ সাগরের পিতা।
অনুষ্ঠানের শুরুতে বিভাগীয় কমিশনারের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের মাঝে সংবর্ধনাস্বরূপ ফুলেল শুভেচ্ছা তুলে দেওয়া হয়। এরপর সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে ময়মনসিংহ জেলার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্য, রাজনৈতিক, সামাজিক এবং সুশীল সমাজের প্রতিনিধি, জেলার বিভিন্ন স্তরের জনগণসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.