|| ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ৩রা শাওয়াল, ১৪৪৬ হিজরি
নওগাঁ জেলা পুলিশ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন
প্রকাশের তারিখঃ ২৬ মার্চ, ২০২৫
উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ জেলা পুলিশ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিনম্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে নওগাঁ জেলা পুলিশ কর্তৃক শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এই দিবসটির প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করা হয়।
এই দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা পুলিশের পক্ষে মুক্তির মোড় স্মৃতিস্তম্ভে সকল বীর শহীদদের প্রতি পুস্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন করেন নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম।
এ সময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ সকল স্তরের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
নওগাঁ #
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.