|| ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ৩রা শাওয়াল, ১৪৪৬ হিজরি
আমিরাতের লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির পার্টি উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত।
প্রকাশের তারিখঃ ২৬ মার্চ, ২০২৫
সনজিত কুমার শীল।
আরব আমিরাত।
সংযুক্ত আরব আমিরাত লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে গতকাল ২৫শে মার্চ মঙ্গলবার ২০২৫ ইং আবুধাবি সিটির একটি রেস্টুরেন্ট হল রুমে ইফতার, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। মোহাম্মদ মহসিনের পরিচালনায় আমিরাত এলডিপির সভাপতি ব্যবসায়ী আবুল কাশেমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএই কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম ইদ্রিস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলডিপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন, কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক মোঃ পারভেজ, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আব্দুল ছালাম, কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ আলম, কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক মোঃ জাহাঙ্গীর, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোহাম্মদ আফসার। অনুষ্ঠান শুরুতে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ জুনায়েদ। আলোচনা সভায় বক্তারা বলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রতিষ্ঠাতা বীর উত্তম খেতাবপ্রাপ্ত ডক্টর অলি আহমদ একজন দুর্নীতিমুক্ত মন্ত্রী ছিলেন। দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ বিশ্বের বিভিন্ন দেশে এলডিপির কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের যত সরকার এসেছে এবং যত এমপি মন্ত্রী হয়েছেন ডক্টর অলি আমাদের মতো একজন দুর্নীতিমুক্ত মন্ত্রী আছে কিনা সন্দেহ আছে। আগামীতে দেশে সরকার গঠনের জন্য কর্নেল অলি আহমেদের ভূমিকা থাকবে অতুলনীয়। বক্তারা বর্তমান সময়ে দেশে যে পরিস্থিতি সে পরিস্থিতি থেকে রেহাই পাওয়ার জন্য সকলের প্রতি সহযোগিতা কামনা করেন। ইফতার ও দোয়া মাহফিলে মোনাজাত করেন মাওলানা তোফাজ্জল খান।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.