|| ২৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ২৯শে রমজান, ১৪৪৬ হিজরি
সাভার পৌর ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ২৫ মার্চ, ২০২৫
মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা,দীর্ঘায়ু কামনায় সাভার পৌর ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায় পৌর ৬ নং ওয়ার্ড এলাকার একটি কমিটি সেন্টারে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক সাভার পৌর ছাত্রদলের নেতা শহিদুল ইসলাম সোহাগ পবিত্র মাহে রমজান মাসে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ,ঢাকা জেলা ছাত্রদল উত্তর এর সংগ্রামী সভাপতি তমিজ উদ্দিন ও বিপ্লবী সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল ভাইয়ের নির্দেশনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় ইফতার অনুষ্ঠানে সাভার পৌর ছাত্রদলের নেতা শহিদুল ইসলাম সোহাগ বলেন, আমরা বিগত আন্দোলনে বসময় রাজপথে ছিলাম এবং ভবিষ্যতে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে সকল আন্দোলন সংগ্রামে আছি। আগামীতে দেশের সুন্দর ভাবে একটি নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত সরকারের কাছে দেশ হস্তান্তর করতে হবে। আগামীতে আমরা যেন বিএনপিকে রাষ্ট্র ক্ষমতা নিয়ে যেতে পারি সেদিকে সবার খেয়াল রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
তিনি আরো বলেন আওয়ামী লীগের শাসনামলে প্রাণখুলে ইফতার করা যায়নি। কথা বলা যায়নি। আজকে শান্তিতে ইফতার করতে পারছি। তিনি জুলাই আগস্ট গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন। এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করার দাবী জানান। আলোচনা শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিল কোমলমতি কোরআনের পাখি ও সাভার পৌর ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.