|| ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ২৮শে রমজান, ১৪৪৬ হিজরি
নবীনগরে নগদ একাউন্ট থেকে ব্যবসায়ীর টাকা উধাও প্রতিবাদে সংবাদ সম্মেলন ।
প্রকাশের তারিখঃ ২৫ মার্চ, ২০২৫
মোঃ জাবেদ আহমেদ জীবন
নবীনগর উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর উপজেলার আলীয়াবাদে এক ব্যবসায়ীর নগদ একাউন্ট থেকে গত ২৩ মার্চ প্রতারকরা প্রতারণরা মাধ্যমে হাতিয়ে নিয়েছে ২৮,৩০০ টাকা,এর পর থানায় প্রতারকের নাম্বার টি দিয়ে জিডি করেন ঐ ব্যবসায়ী,২ দিন হয়েছে গেলেও পাননি উধাও হওয়া টাকার হদীস, সহযোগিতা করেননি নগদ এজেন্সি কেউ।
এ নিয়ে ২৫ মার্চ মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলন করেন ঐ ব্যবসায়ী জানান নগদ একাউন্ট থেকে প্রতারনার মাধ্যমে আঠাশ হাজার তিন শত টাকা নিয়ে গেছে প্রতারকরা,
সংবাদ সম্মেলনে আক্তার জেনারেল স্টোরের প্রোঃ আক্তার হোসেন, বলেন দেখুন আমরা ছোটখাটো ব্যবসায়ী এক লাখ টাকা ধার এনে নগদ একাউন্টের ব্যবসায় রেখেছিলাম, আপনারা হইতো জানেন এই ব্যবসায় খুবই সীমিত লাভ হয়, প্রতারকরা কিভাবে কোন রকমের অ,ট,বি কোট ছাড়া আমার নগদ একাউন্ট থেকে টাকা নিয়ে গেল, তা বুঝতে পারছি না।
আমার ধারণা নগদ এজেন্সির লোকজন এ সবে জড়িত,
এ সময় আরেকজন বিকাশ ব্যবসায়ী ও প্রতারণার শিকার হয়েছেন বলে জানান।
এ সময় ব্যবসায়ীরা বিকাশ ও নগদ এজেন্সি গুলো কে আরো সর্তক হয়ে লেনদেনের কাজ করতে ও ছোট এজেন্ট গুলো কে সহযোগিতা করার আহবান জানান।
এবং তাদের টাকা ফেরৎ পেতে এজেন্সি ও থানা প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
এ বিষয় এ নগদ এজেন্সির নাম্বারে ফোন দিয়ে না পাওয়ায় বিস্তারিত জানা যায় নি। তবে আক্তার হোসেন জানান এজেন্সির লোকজন আমার দোকানের সিসিটিভি ফুটেজ ও মোবাইল চেক করে দেখেছেন কিন্তু কোন সমাধান দিতে পারেন নি।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.