|| ২৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ২৯শে রমজান, ১৪৪৬ হিজরি
চাঁদপুরের জেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
প্রকাশের তারিখঃ ২৫ মার্চ, ২০২৫
নিজস্ব প্রতিবেদক :/
চাঁদপুরের জেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক ২৫ মার্চ গণহত্যা দিবস এবং মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মোহসীন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার পুলিশ সুপার জনাব মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মোঃ এরশাদ উদ্দিন।
এ অনুষ্ঠানে সম্মানিত বীর মুক্তিযোদ্ধারা তাদের বীরত্বগাথা ও প্রত্যক্ষ অভিজ্ঞতার কথা তুলে ধরেন, যা উপস্থিত সকলের হৃদয়ে দেশপ্রেমের নতুন উদ্দীপনা জাগায়। এছাড়া আলোচনায় বক্তারা ২৫ মার্চের গণহত্যার ভয়াবহতা, মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল অধ্যায় এবং তরুণ প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.