|| ২৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ২৯শে রমজান, ১৪৪৬ হিজরি
কচুয়ায় ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ২৫ মার্চ, ২০২৫
শান্তুু ধর, কচুয়া প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনাসহ ৩১ তফা বাস্তবায়নের লক্ষ্যে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড.আনম এহসানুল হক মিলন ও নিবার্হী সদস্য ও কেন্দ্রীয় মহিলা বিএনপির সহ-সভাপতি নাজমুন নাহার বেবীর পক্ষ থেকে কচুয়ায় উপজেলার কাদলা ইউনিয়নের ১,২ ও ৩ ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার কাদলা ইউনিয়নের চৌমুহনী ডিএস আলিম মাদ্রাসার মাঠে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন।
উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল কাহার মজুমদারের সভাপতিত্ব বক্তব্য রাখেন,কাদলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবায়েদ উল্লাহ, বিএনপি নেতা রোকনুজ্জামান রোকন, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক তরফদার, হাজী ইমরান, উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাহিদ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ নজরুল ইসলাম প্রমুখ। এসময় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শেষে দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনাসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আমিনুল হক মীর আজহারী।
ছবি: কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের ওয়ার্ড বিএনপির আয়োজনে ইফতার মাহফিল।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.