|| ২৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ২৯শে রমজান, ১৪৪৬ হিজরি
বিরামপুরে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত , শিশুসহ আহত ২
প্রকাশের তারিখঃ ২৪ মার্চ, ২০২৫
এস এম মাসুদ রানা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-
দিনাজপুরের বিরামপুরে ট্রাকের ধাক্কায় দিলদার হোসেন (৫০) নামের এক ভ্যান চালক নিহত হয়েছে। এ ঘটনায় ৯ বছরের শিশুসহ দুইজন গুরুতর আহত হয়েছে। সোমবার (২৪ মার্চ) রাত ৮ টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের উপজেলার মির্জাপুর নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি থানা হেপাজতে রয়েছে। তবে চালক ও সহযোগী পালিয়ে গেছে।
পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানান, বিরামপুর থেকে পাশ্ববর্তী নবাবগঞ্জের ভাদুরিয়া বাজারের উদ্দেশ্যে কয়েকজন যাত্রী নিয়ে ওই ভ্যানে রওনা দেয়। এরপর ভ্যানটি মির্জাপুর নামক স্থানে পৌছিলে দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক ভ্যানের পেছন দিকে ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যান চালক দিলদার হোসেন ঘটনাস্থালেই নিহত হন। এবং অপর দুই যাত্রী গুরুতর আহত হন।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি থাকা হেফাজতে রয়েছে। নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে। আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন।
নিহত দিলদার হোসেন নবাবগঞ্জ উপজেলার বাজিতপুর গ্রামের গোলজার হোসেনে ছেলে। এবং আহতরা হলেন একই গ্রামের রুহুল আমিন (৫০) ও নয় বছর বয়সী শিশু মেজবাহুল ইসলাম।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.