|| ১৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৮ই জিলকদ, ১৪৪৬ হিজরি
নান্দাইলে নবাগত ওসি র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
প্রকাশের তারিখঃ ২৪ মার্চ, ২০২৫
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় কর্মরত সাংবাদিকগণের সাথে নান্দাইল মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল ৫টায় নান্দাইল মডেল থানা ভবনে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও থানার এসআই শাহিনুর রহমান শাহিনের সঞ্চালনায় মতবিনিময় সভায় স্বাগত পরিচিতি বক্তব্য রাখেন ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন। এসময় নান্দাইলে পুলিশের কার্যক্রমকে জনগণের মাঝে মডেল কার্যক্রম হিসাবে গড়ে তোলার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি জুয়া, মাদক কারবারী ও মাদকসেবনকারীদেরকে সামাজিকভাবে বয়কট করার আহবান জানান।
তিনি আরও বলেন, অন্তবর্তীকালীন সরকার প্রশাসনের সরকার। রাজনৈতিক দলের তাবেদারী ব্যতিরেখে দলমত নির্বিশেষে পুলিশি সেবা দেওয়া হবে। এছাড়া নান্দাইলের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে বক্তব্য রাখেন নান্দাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ এনামুল হক বাবুল, প্রেসকা¬ব নান্দাইলের সভাপতি মোহাম্মদ হান্নান মাহমুদ, নান্দাইল সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু, সাংবাদিক জালাল উদ্দিন মন্ডল, জহিরুল ইসলাম লিটন, বিল্লাল হোসেন, শামছুজ্জামান বাবুল, এ হান্নান আল আজাদ, মোখলেছুর রহমান, আকরাম হোসেন সহ প্রমুখ। এসময় চুরি, ছিনতাই, জুয়া ও মাদক সহ সামাজিক অপরাধ কর্মকান্ডরোধে আইনের যথার্থ প্রয়োগ সহ প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিউনিটিং পুলিশিং এর মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করার জন্য নবাগত ওসি মোহাম্মদ আনোয়ার হোসেনকে বক্তারা আহ্বান জানান।
এসময় নান্দাইলে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.