|| ১৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৮ই জিলকদ, ১৪৪৬ হিজরি
নওগাঁয় ঈদুল ফিতর উপলক্ষে পুলিশ সুপারের মার্কেট মনিটরিং
প্রকাশের তারিখঃ ২৪ মার্চ, ২০২৫
উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ
পবিত্র মাহে রমজান এবং ঈদুল ফিতর উপলক্ষে অদ্য ২৩ মার্চ ২০২৫ খ্রি. নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম মহোদয় মার্কেট সরেজমিনে পরিদর্শন করেন।
পুলিশ সুপার মহোদয় সরেজমিনে পরিদর্শনকালে বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যানজট নিয়ন্ত্রণ, চাঁদাবাজি নিয়ন্ত্রণসহ জনসাধারণের ভোগান্তির কারণ হয় এমন বিষয়গুলো বিবেচনায় নিয়ে প্রত্যেকে যার যার অবস্থান থেকে দায়িত্বপূর্ণ আচরণের জন্য তিনি আহবান জানান।
শহরের যানজট নিরসন ও যানচলাচল নির্বিঘ্ন করনের লক্ষে ফুটপাত ও সড়কে শৃঙ্খলা বজায় রাখা জন্য তিনি ট্রাফিক বিভাগকে নির্দেশনা দেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ব্যাপারে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে ব্যবসা করার জন্য ব্যবসায়ী নেতৃবৃন্দের প্রতি তিনি আহ্বান জানান।
ঈদকে কেন্দ্র করে যাতায়াতের ক্ষেত্রে যেন অযৌক্তিকভাবে বাস ভাড়া বাড়ানো না হয় সেদিকে খেয়াল রাখা এবং আসন্ন রমজান এবং পবিত্র ঈদুল ফিতরকে উৎসবমুখরভাবে উদযাপনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
মার্কেট পরিদর্শন শেষে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নওগাঁ জেলা শাখা এর উপদেষ্টা পরিষদ সদস্যবৃন্দের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
এ সময় নওগাঁ জেলার সম্মানিত জেলা প্রশাসক উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.