|| ১৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৮ই জিলকদ, ১৪৪৬ হিজরি
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভারতীয় ২০ কেজি গাজাসহ ১ জন গ্রেফতার
প্রকাশের তারিখঃ ২৪ মার্চ, ২০২৫
মোঃ হামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভারতীয় ২০ কেজি গাজাসহ জয়মুদ্দিন নামক একজন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করে রবিবার ২৩ মার্চ কুড়িগ্রাম জেলা হাজতে প্রেরণ করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার এসআই সাহানুর আলম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ ২২ মার্চ রাত ১০ টায় উপজেলার কাশিপুর ইউনিয়নের উত্তর কাশিপুর গ্রামের মৃত বাচ্চু মন্ডলের পূত্র জয়মুদ্দিন (৬৫) এর বাড়ীর ভিতর আঙিনার উত্তর পূর্ব কর্ণারে মাটির নিচে বিশেষ কায়দায় রক্ষিত প্লাস্টিকের বস্তার মধ্যে লাল পলিথিন ও কসটেপ দ্বারা মোড়ানো পাটের সুতলি দ্বারা বাঁধানো অবস্থায় ০৪ পোটলায় ২০ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ আসামী জয়মুদ্দিন (৬৫)কে আটক করা হয়েছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং রবিবার ২৩ মার্চ আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.