|| ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
দুবাইয়ের উম্ম আল কোয়াইনে প্রবাসী বাংলাদেশী কর্মীদের অংশগ্রহণে এক ইফতার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ২৩ মার্চ, ২০২৫
সাগর চন্দ্র স্বপন,সংযুক্ত আরব আমিরাত।
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই -এর উদ্যোগে এবং বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক কেন্দ্র উম্ম আল কোয়াইন -এর সহযোগিতায় ২২ মার্চ ২০২৫ তারিখে উম্ম আল কোয়াইন-এ বসবাসরত প্রবাসী বাংলাদেশী কর্মীদের অংশগ্রহণে এক ইফতার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দুবাই ও উত্তর আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল জনাব মো: রাশেদুজ্জামান উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
প্রবাসী কর্মীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে কনসাল জেনারেল সংযুক্ত আরব আমিরাতের অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডে বাংলাদেশীদের অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করেন। এছাড়া, তিনি বৈধপথে রেমিটেন্স প্রেরণ ও স্বাগতিক দেশের আইন কানুন মেনে চলা সহ সংশ্লিষ্ট বিষয়ে প্রবাসী কর্মীদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত উম্ম আল কোয়াইন কমিউনিটি পুলিশের প্রতিনিধি ক্যাপ্টেন ড. খালিদ আব্বাস ইব্রাহিম তার বক্তব্যে বাংলাদেশী কর্মীরা দক্ষতা ও নিষ্ঠার সাথে কাজ করছেন বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ কনস্যুলেটের শ্রম কাউন্সেলর মো: আব্দুস সালাম, পাসপোর্ট শাখার দ্বিতীয় সচিব সাজ্জাদ জাহির, স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, উম্ম আল কোয়াইন সামাজিক সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি মুজিবুর রহমানসহ বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত হয়ে ইফতারে অংশগ্রহণ করেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.