|| ১৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৮ই জিলকদ, ১৪৪৬ হিজরি
গাছের চূড়ায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে নামালো ফায়ার সার্ভিস
প্রকাশের তারিখঃ ২১ মার্চ, ২০২৫
গাছের চূড়ায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে নামালো ফায়ার সার্ভিস
মো. আলী সোহেল, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচরে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে উঁচু গাছের চূড়ায় দেখতে পেয়ে স্থানীয় সাধারণ মানুষ চেষ্টা করে নামাতে ব্যর্থ হলে, কিছু সময়ের চেষ্টায় নামিয়ে আনলো ফায়ার সার্ভিসের একটি দল।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিক উপজেলার বাজরা বাজারের পাশে এ ঘটনা ঘটে।
কুলিয়ারচর ফায়ার সার্ভিসের ইনচার্জ ইলিয়াস ভূইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, আমাদের স্টেশনে মেসার্স সালমান এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মো. সোহেল রানা ফোন করে জানায় কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের পাশে কুলিয়ারচর উপজেলার বাজরা বাজার এলাকায় একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি উঁচু কড়ই গাছের ডালে বসে রয়েছেন। স্থানীয় লোকজন চেষ্টা করেও তাকে নামাতে পারেনি। এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের একটি দল। অল্প কিছু সময়ের চেষ্টায় তাকে বুঝিয়ে ও খাবার দেওয়া হবে বলার পর গাছ থেকে লোকটি নেমে আসেন।
তিনি আরও জানান, তবে তার নাম ঠিকানা জানা যায়নি। তিনি বিবস্ত্র ছিলেন। পরে তাকে কাপড় ও খাবার দেওয়া হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.