|| ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রমজান, ১৪৪৬ হিজরি
ঠাকুরগাঁওয়ে ‘বিএমজিটিএ’ এর ইফতার মাহফিল
প্রকাশের তারিখঃ ১৯ মার্চ, ২০২৫
ঠাকুরগাঁওয়ে 'বিএমজিটিএ' এর ইফতার মাহফিল
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ)এর নব নির্বাচিত জেলা ও উপজেলা কমিটির পরিচিতি অনুষ্ঠান, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন ঠাকুরগাঁও সদর উপজেলা শাখার আয়োজনে লা রোজা চাইনিজ রেস্টুরেন্টে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও সদর উপজেলা শাখার সভাপতি রহিমানপুর ইউ আই আলিম মাদরাসার সহকারী অধ্যাপক ইসলাম উদ্দিন এর সভাপতিত্বে পরিচিতি ও ইফতার মাহফিল অনুষ্ঠানে বক্তব্য দেন, প্রধান অতিথি বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন, ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি আতাউর রহমান, বিশেষ অতিথি জেলা শাখার সহ-সভাপতি, ভেড়ভেড়ী আলিম মাদরাসার সহকারী অধ্যাপক ও আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি ফজলে ইমাম বুলবুল, সাধারণ সম্পাদক ও বড় গ্রাম আলিম মাদরাসার সহকারী অধ্যাপক মোস্তাক আহমেদ,সহ সাধারণ সম্পাদক ও শোল্টহরি আলিম মাদরাসার প্রভাষক জিয়াউর রহমান জিয়া,সহ মহিলা বিষয়ক সম্পাদক শিল্পী হক, দপ্তর সম্পাদক খলিলুর রহমান প্রমুখ।
এ সময় বক্তারা নব নির্বাচিত কমিটির পরিচিতি অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানটিকে সাফল্য মন্ডিত করার জন্য সকলের কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতে সকলের সহযোগিতায় সংগঠনটির উত্তোরোত্তর কল্যাণে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ চলছে বলে জানান তারা।
ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের কার্যক্রম বেগবান করার লক্ষ্যে যিনি অগ্রগণ্য ভুমিকা পালন করেছেন তিনি সদর উপজেলার সংগ্রামী সভাপতি ইসলাম উদ্দিন।
বিএমজিটিএ ঠাকুরগাঁও জেলা শাখায় সর্বসম্মতিক্রমে শ্রেষ্ঠ সংগঠক হিসেবে ইসলাম উদ্দিন বিবেচিত হওয়ায় তাঁকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
পরে দোয়া পরিচালনা করেন জেলা শাখার সভাপতি ও খোশবাজার এস ডি কামিল মাদরাসার সহকারী অধ্যাপক আতাউর রহমান।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.