|| ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রমজান, ১৪৪৬ হিজরি
চান্দ্রা ইউনিয়নে ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১৯ মার্চ, ২০২৫
মোঃ হোসেন গাজী।।
চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়ন ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৯ মার্চ বিকালে চান্দ্রা বাজার উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটোয়ারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সভাপতি, সিনিয়র সহ-সভাপতি মোঃ সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, চান্দ্রা ইউনিয়ন বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন খান সাধারণ সম্পাদক তালহা ফারুকী সঞ্চয় পাটোয়ারী, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক বাতেন জমদার যুগ্ম সাধারণ সম্পাদক, মামুন জমদার।
১২ নং চান্দ্রা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আউয়াল জমদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আজাদ বেপারীর সঞ্চালনায় ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি রাজু জমদার, সহ সভাপতি আহ রহমান খান, মুরাদ জমদার, আল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক, সুমন গাজী, সাংগঠনিক সম্পাদক সাদেকুর রহমানসহ ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সম্মেলনের শুরতে ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পার্থীগনের নেতৃত্বে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থল পূর্ণ করেন।
এসময় বক্তারা বলেন, আগামী ইউনিয়ন ছাত্রদের কমিটিতে ত্যাগী কর্মীদের মূল্যায়ন করা হবে এবং যারা প্রতিবাদ আন্দোলনে রাজপথে অংশ নিয়েছে, এবং যারা রানিং ছাত্র এবং কোন প্রকার মাদক কিংবা কিশোরগঞ্জের সাথে যুক্ত নয় তাদেরকে মূল্যায়ন করা হবে।
সম্মেলন শেষে বর্তমান ইউনিয়ন ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.