|| ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি
রাজশাহীতে নিহত ইন্নি হত্যার বিচারের দাবিতে নান্দাইলে মানববন্ধন
প্রকাশের তারিখঃ ১৮ মার্চ, ২০২৫
নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ
রাজশাহীর মমতা নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী জিলফা জাহান ইন্নীকে ধর্ষনের পর পরিকল্পিত ভাবে হত্যা করে লাশ ফাঁসিতে ঝুলিয়ে আত্মহত্যার প্রচার চালিয়ে প্রকৃত ঘটনা আড়াল করার প্রতিবাদে ও ধর্ষকদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি করা হয়েছে।
আজ বিকেল ৫ টা নান্দাইল প্রেসক্লাবের সামনে চৌরাস্তা নান্দাইল প্রেসক্লাব ও ছাএজনতার ব্যানারে শিক্ষার্থী,নাট্যশিল্পী,সাংবাদিক ও সচেতন মহলের নেতৃবৃন্দের সম্মিলিতভাবে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
নান্দাইল প্রেসক্লাবের সভাপতি মো: এনামুল হক বাবুলের সভাপতিত্বে প্রভাষক মাহবুবুর রহমান বাবুল এ-র সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কালের নতুন সংবাদ এ-র সম্পাদক খায়রুল ইসলাম, নান্দাইল নরসুন্দা বাল্ড এসোসিয়েশন এ-র সভাপতি মো: জাকির হোসেন ভুইয়া, বাংলাদেশ প্রেসক্লাব নান্দাইল উপজেলা সভাপতি আব্দুল হান্নান আল আজাদ,নান্দাইল সদর প্রেসক্লাব সভাপতি মোখলেসুর রহমান, সাংবাদিক রফিকুল ইসলাম মড়ল, আতাউর রহমান বাচ্চু প্রমুখ।
নিহত ইন্নীর পিতা সাংবাদিক ও নাট্যশিল্পী ছড়াকার সাদেকুর রহমান রতন।
উল্লেখ্য যে, রাজশাহীর বহরমপুর এলাকার মেহেদী হাসান নিপুর ভারা বাসায় গত ১৬/০১/২০২৫ ইং তারিখে ফাসিঁতে ঝুলানো অবস্থায় লাশ পাওয়া যায় পরবর্তীতে বাড়িওায়াল ও হত্যার সাথে জারিতরা নাটকীয় ভাবে ইন্নীর লাশ হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় প্রভাবশালী মহল ধষর্ক ও খুনীদের বাঁচাতে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়। ফলে মামলা জটিলতা সৃষ্টি হয় অবশেষে গত ৭ মার্চ ২০২৫ নিহত ইন্নির পিতা সাদেকুর রহমান রতন বাদী হয়ে রাজশাহীর রাজাপড়া (আর,এম,পি) তে মামলা দায়ের করেন। মামলা নং- ১৪০১(৬)/১
(০৮/০৩/২০২৫)।
এ ঘটনা এ সংবাদ লেখা পর্যন্ত মাসুম বিল্লাহ, কাজেন আলীসহ ২ জনকে আটক করেছে পুলিশ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.