|| ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি
ডিভোর্সি দুই সন্তানের জননীর সাথে টিকটকে লাইভে এসে সু#সাই#ড করে রায়সুল নামে তরুণ প্রবাসী
প্রকাশের তারিখঃ ১৮ মার্চ, ২০২৫
সনজিত কুমার শীল।।
আরব আমিরাত।।
সংযুক্ত আরব আমিরাত রাজধানী আবুধাবির শিল্পনগরী মোছাফ্ফা সানাইয়া গতকাল সকালে টিকটকে লাইভে এসে সু#সাই-ড করল রাইসুল নামে এক নোয়াখালী প্রবাসী। গতকাল ১৭ ইং মার্চ সন্ধ্যায় টেলিফোনে আমার সাথে যোগাযোগ করে এ ঘটনা সত্যতা স্বীকার করেন মৃত্যুবরণকারীর জ্যাঠা মোঃ আবুল বাশার। তিনি জানান গতকাল সকালে সেহেরি খেয়ে একসাথে কাজে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। হঠাৎ তিনি ঘুমিয়ে পড়লে রুম থেকে বাহিরে এসে গলির মধ্যে tiktok এ লাইভে এসে নোয়াখালীর জর্দান প্রবাসী দুই সন্তানের জননী প্রেমিকা মারজানা আক্তার মায়া (২৮) কথা কাটাকাটি হলে গলায় দড়ি দিয়ে আ#ত্ম#হ#ত্যা করেছেন রাইসুল ইসলাম নামে ১৯ বছরের এই তরুণ। সকালে ঘুম থেকে উঠে যখন প্রবাসীরা কাজে যাচ্ছিলেন তখন হঠাৎ করে তার এই অবস্থা দেখে আপন জেঠা আবুল বাশার কে ঘুম থেকে ডেকে দেন।। ঘুম থেকে উঠে যখন পুলিশকে ফোন দেন তখন মোবাইল লাইভে টিকটকে চালু ছিল। ওই সময় জর্দান থেকে ওই প্রেমিকা লাইভে বারবার ফোন দেন। এদেশের পুলিশ প্রশাসন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
প্রেমিকা মারজানা আক্তার মায়া পূর্বের স্বামীকে তালাক দিয়ে বিভিন্ন প্রবাসী সাথে প্রতারণা করে যাচ্ছেন বলে জানা যায়।। রায়সুল ইসলাম পিতা সিরাজ ও মাতা পারুল বেগমের সাথে দীর্ঘদিন ধরে তার মোবাইলে ইমো ব্লক করে রেখেছেন বলে জানান আপন জ্যাঠা। ২০২৩ সালে সেপ্টেম্বর মাসে ভিজিট ভিসায় এই প্রবাসে আসেন রাইসুল এই তরুণ প্রবাসী। দুবাইয়ে এক বাংলাদেশী প্রবাসীর লাইসেন্স এর ভিসা লাগিয়ে বাইরে কাজ করার জন্য অনুমতি পত্র নেন। নোয়াখালী জেলার কবিরহাট থানার শ্রীনন্দী গ্রামে সিরাজ এর পুত্র বলে জানা যায়।। আইনি প্রক্রিয়ার শেষ হলে তার মৃতদেহ দেশে পাঠাবে বলে জানান।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.