|| ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি
কুলিয়ারচরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্ভোধন
প্রকাশের তারিখঃ ১৫ মার্চ, ২০২৫
মো. আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি "
সারা দেশের ন্যায় কিশোরগঞ্জের কুলিয়ারচরে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন এর শুভ উদ্ভোধন করা হয়েছে।
শনিবার (১৫ মার্চ) সকালে ১১ মাস বয়সী রাশেদুর রহমান রোজেন নামের এক শিশুকে টিকা খাওয়ানোর মধ্য দিয়ে এ ক্যাম্পেইন এর শুভ উদ্ভোধন করেন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আদনান আখতার।
এ সময় আবাসিক মেডিক্যাল অফিসার তমাল কান্তি মল্লিক, স্বাস্থ্য পরিদর্শক মো:নজরুল ইসলাম, এস.এস.এস রিফাত সুলতানা, সুপারভাইজার পূরবী রানী বিশ্বাস ও সাইফুল ইসলামসহ স্থানীয় শিশু এবং তাদের অবিভাবকগণ উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য কর্মকর্তা আদনান আখতার বলেন, উপজেলার ১৬৯ টি ক্যাম্পে ৬ থেকে ১১ মাস বয়সী শিশু প্রায় ২ হাজার ৯শ ৬১ জনকে ১টি নীল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু প্রায় ২৫ হাজার ৪শ ৬০জনকে ১টি লাল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত টিকাদান কর্মসূচি চলবে। তিনি আরও বলেন, ভিটামিন 'এ' প্লাস খাওয়ানোর পাশাপাশি শিশুদের পুষ্টিকর খাদ্য ও স্বাস্থ্য সচেতনতার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.