|| ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ১১ই রমজান, ১৪৪৬ হিজরি
৫ ডাকাতকে আটক করে ফাজিলপুর হাইওয়ে থানা পুলিশ
প্রকাশের তারিখঃ ১০ মার্চ, ২০২৫
সেপাল নাথ:
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে চুরি, ছিনতাই, ডাকাতি রোধে কঠোর অবস্থানে রয়েছে ফাজিলপুর হাইওয়ে (মুহুরিগঞ্জ) থানা পুলিশ।
তারই ধারাবাহিকতায় হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়ার তত্বাবধানে একদল পুলিশ টিম একটি প্রাইভেট কার, দেশীয় অস্ত্র সহ পাঁচ ডাকাতকে আটক করতে সক্ষম হয়।
সোমবার (১০ মার্চ) ভোর রাতে মুহুরিগঞ্জ নজির ব্রিক ফিল্ডের সামনে থেকে ডাকাতি প্রস্তুতি কালে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার আবুল খায়ের ছেলে জামাল (৪৭), রবিউল হক'র ছেলে সোলাইমান (৩৮), বদিউজ্জামানের ছেলে লোকমান হোসেন (৩০), শাহাজানের ছেলে নাহিদ (২৫) ও নোয়াখালী জেলার সুবর্নচর উপজেলার মোশারফ হোসেনের ছেলে ইলিয়াস (২৬)।
ডাকাতদলকে আটকের বিষয়ে সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে সাংবাদিকদের অবহিত করেন হাইওয়ে কুমিল্লা রিজিয়ন এডিশনাল ডিআইজি মো. খায়রুল আলম। ফেনীর মহিপাল হাইওয়ে থানা কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন মহিপাল হাইওয়ে পুলিশের ওসি হারুন উর রশিদ সহ হাইওয়ে পুলিশের উর্ধতন কর্মকতাবৃন্দ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.