|| ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ১১ই রমজান, ১৪৪৬ হিজরি
ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে মিরসরাই বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের মানববন্ধন
প্রকাশের তারিখঃ ১০ মার্চ, ২০২৫
মিরসরাই প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতিয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনা অনুযায়ী কেন্দ্র ঘোষিত কর্মসূচী দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মিরসরাই বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের মানববন্ধন।।
সোমবার(১০ মার্চ) দুপুর ১২টায় মিরসরাই বিশ্ববিদ্যালয় কলেজের সামনে এই কর্মসূচি শুরু হয়।মিরসরাই কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমরান আনোয়ার এর সভাপতিত্বে, মিরসরাই কলেজ ছাত্রদলের নেতা ইকবাল হোসেনের সঞ্চালনায়, উপস্থিত ছিলেন মিরসরাই বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম মিরসরাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সরোয়ার হোসেন রুবেল, উত্তর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক তরিকুর রহমান বাবু, মিরসরাই পৌর ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মামুন, তৌহিদুল ইসলাম নিসান, মিরসরাই কলেজ ছাত্রদল নেতা তৌফিকুল ইসলাম, এমরান হোসেন, রফিকুল ইসলাম, মিজানুর রহমান, শাখাওয়াত হোসেন রাব্বি প্রমুখ।এতে মিরসরাই কলেজের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ করেন।।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.