|| ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ১০ই রমজান, ১৪৪৬ হিজরি
মিরসরাইয়ে ৪ দোকানে ১০ হাজার টাকা জরিমানা
প্রকাশের তারিখঃ ৯ মার্চ, ২০২৫
বাচ্ছু পাটোয়ারি(কমল)মিরসরাই,চট্টগ্রাম প্রতিনিধিঃ
মিরসরাই বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালিত হয়। পবিত্র মাহে রমজানে পণ্যমূল্য ও পণ্যের মান নিয়ন্ত্রণে পরিচালিত নিয়মিত মোবাইল কোর্টের ধারাবাহিকতায় মিরসরাই উপজেলা প্রশাসনের পক্ষে এই মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম।
এসময় আলিফ হোটেল এন্ড রেস্টুরেন্ট এবং মদিনা হোটেল এন্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীর অপরাধে মোবাইল কোর্টে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় দুইটি মামলায় যথাক্রমে ৮ হাজার ও ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
তাছাড়া মূল্য তালিকা হালনাগাদ না থাকায় দুইটি মুদি দোকানের মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে সকল দোকান মালিককে পণ্যের গুনগত মান নিশ্চিতকরন, ন্যায্যমূল্যে পন্য বিক্রয় ও মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা প্রদান করা হয়।
পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে মিরসরাই উপজেলা প্রশাসনের এই বাজার মনিটরিং অভিযান চলমান থাকবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.