|| ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ১০ই রমজান, ১৪৪৬ হিজরি
বিজয়ীর উদ্যোগে রোজাদার পথচারীদের মাঝে ইফতার বিতরন
প্রকাশের তারিখঃ ৯ মার্চ, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে ‘রোজার খুশি’ বিতরন কার্যক্রমে অংশ নিয়ে ১০০ রোজাদার অসহায়-দুঃস্থ ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
রবিবার (৯ই মার্চ) পুরান বাজারে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে তানিয়া ইশতিয়াক খান ১০০জন রোজাদার পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেন।
এ সময় তানিয়া ইশতিয়াক খান বলেন- আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে প্রতি বছরের মত এই বছরও আমরা এই আয়োজন করতে পেরে অনেক খুশি। আপনারা অবগত আছেন গত বছরও ১০০০ এর অধিক পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছিলাম। এ বছরও তারই ধারাবাহিকতায় আজকের আয়োজন।
তিনি আরও বলেন রমজান হলো ত্যাগ ও সহমর্মিতার মাস। মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। পবিত্র মাহে রমজান হল আত্মশুদ্ধি এবং সংযমের মাস। সকল বৃত্তবানদের এগিয়ে আসা উচিত অসহায় রোজাদারদের জন্য। আপনাদের দোয়া আর ভালবাসা নিয়ে বিজয়ী ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাবে ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন টিম বিজয়ীর সদস্য বৃন্দ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.