|| ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ১০ই রমজান, ১৪৪৬ হিজরি
চাঁদপুর পৌর ৮ নং ওয়ার্ড বিএনপি’র সম্মেলন এবং দোয়া ও ইফতার মাহফিল
প্রকাশের তারিখঃ ৯ মার্চ, ২০২৫
মোঃ হোসেন গাজী হাইমচর চাঁদপুর।
চাঁদপুর পৌর ৮ নং ওয়ার্ড বিএনপির দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ৯ মার্চ বিকালে ৮ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে কোড়ালিয়া পাটোয়ারী বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম। এসময় তিনি বলেন, আমরা শেখ হাসিনার বিরুদ্ধে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন করেছিলাম। আমরা বলেছিলাম বাংলাদেশ একটি নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য, তাদের দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে আমরা লড়াই করে ছিলাম। গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গত সাত মাসে এই অন্তর্বর্তী সরকার নির্বাচনের কোন কথা বলতেছে না।
এ সময় তিনি আগামী ডিসেম্বরের মধ্যে অবিলম্বে নির্বাচন দেওয়ার দাবি করে এখনই তার তারিখ ঘোষণা করার দাবি করেন। এবং শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে এবং জনসম্মুখে তার সাজার ব্যবস্থা করতে হবে। পৌর ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি খোকন মিয়াজী'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাত হাওলাদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক হাজী মোশাররফ হোসেন, চাঁদপুর পৌর বিএনপি'র সদস্য সচিব অ্যাডভোকেট হারুন অর রশিদ,
জেলা যুবদলের সহ-সভাপতি মোস্তফা বন্ধুকশি, যুগ্ম সম্পাদক মোহাম্মদ রবিন হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি ঈমান হোসেন গাজী, উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ।
এছাড়াও ৮ নং ওয়ার্ড যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি কালু রাড়ি, সাধারণ সম্পাদক সাদাত খান, সাংগঠনিক সম্পাদক শফিক বেপারী, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি বাদল বেপারী, সাধারণ সম্পাদক জাকির ছৈয়াল, ছাত্র দলের সভাপতি কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া ও ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন পাটোয়ারি বাড়ি জামে মসজিদের ইমাম আব্দুর রহমান।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.