|| ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
কুলিয়ারচরে আন্তর্জাতিক নারী দিবস পালিত
প্রকাশের তারিখঃ ৯ মার্চ, ২০২৫
মো. আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
“অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে শনিবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে কুলিয়ারচর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ-জোহরা এর সভাপতিত্বে, সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুলিয়ারচর থানা ওসি (তদন্ত) খোকন চন্দ্র সরকার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তমাল কান্তি মল্লিক প্রমুখ।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান এর সঞ্চালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আনিসুর রহমান, মহিলা বিষয়ক অফিসের প্রশিক্ষক রুবিনাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও মহিলা বিষয়ক অফিসের প্রশিক্ষণার্থী বৃন্দ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.