|| ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
কচুয়ায় বাজার মনিটরিংয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা
প্রকাশের তারিখঃ ৯ মার্চ, ২০২৫
শান্তুু ধর কচুয়া প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে কচুয়া উপজেলা প্রশাসন।
শনিবার (৮ মার্চ) দুপুরে উপজেলার সাচার বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি বাপ্পী দত্ত রনি ।
অভিযান পরিচালনায় সময় মুদির দোকান, মিষ্টির দোকান, দোস্তের দোকান, মাছের দোকান ও গ্রোসারি পণ্যের দোকানগুলোতে মূল্য তালিকা না থাকায় ও যথাযথভাবে প্রদর্শন না করায় ৩ ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা অর্থদণ্ড করে তা আদায় করা হয় এবং সতর্ক করা হয়।
রমজান মাস ও ঈদুল ফিতরকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় পণ্যের বিক্রয়মূল্য সঠিক , মূল্য সহনীয় রাখা, অবৈধভাবে পণ্য মজুদ না রাখা এবং ভেজাল পণ্য বিক্রি না করার জন্য বাজারের ব্যবসায়ীদের নির্দেশ প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন সহকারী মৎস্য কর্মকর্তা ও সাচার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম, স্যানেটারি ইন্সপেক্টর মো. আহসান ও বাজার পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।
সহকারী কমিশনার ভূমি বাপ্পী দত্ত রনি বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণে এবং জনস্বার্থে মোবাইল কোর্টের মাধ্যমে এ ধরনের অভিযান তদারকি অব্যাহত থাকবে।
ছবি: কচুয়ার সাচার বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন বাপ্পী দত্ত রনি
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.