|| ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
পটুয়াখালী বাউফলে মুদি দোকান থেকে টিসিবির পণ্য জব্দ!!
প্রকাশের তারিখঃ ৭ মার্চ, ২০২৫
সুভাস দাস,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় মুদির দোকান থেকে টিসিবির পণ্য জব্দ করা হয়েছে। এঘটনায় ভ্রাম্যমাণ আদালত ওই মুদি ব্যবসায়ীকে ২০ হাজার টাকার অর্থদন্ড প্রদানকরেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপণ সূত্রে খবর পেয়ে ০৬.০৩.২৫ইং তারিখ রোজ বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর শহরের বাজার রোডের মা কালি ভান্ডার নামের মুদির দোকানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) প্রতীককুমার কুন্ড।
এ সময় ওই দোকান থেকে টিসিবির ১২৮ কেজি মসুর ডাল, ১৩০ লিটার সয়াবিন তেল, ১০০ কেজি ছোলা ও ৫০ কেজি চিনি জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে মা কালি ভান্ডারের মালিক অভিজিত সাহাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। আদালতের জিজ্ঞাসাবাদে ব্যবসায়ী অভিজিত সাহাজানান, মদনপুরা ইউনিয়নের টিসিবির পরিবেশক আবদুল আজিজ হাওলাদারসুবিধাভোগীদের না দিয়ে তার কাছে পণ্যগুলো বিক্রি করেছেন। বিষয়টি স্বীকার করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রতীক কুমার কুন্ডু বলেন, টিসিবির পরিবেশক আবদুল আজিজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সুপারিশ করা হয়েছে।
বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, জব্দকৃত পণ্যগুলো অন্য একজন ডিলারের মাধ্যমে বিক্রি করা হবে। আর অভিযুক্ত ডিলার আবদুলআজিজের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.