|| ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি
কুলিয়ারচরে ট্রাক চাপায় এক শ্রমিক নিহত
প্রকাশের তারিখঃ ৭ মার্চ, ২০২৫
মো. আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ট্রাকের চাপায় সড়কের এক শ্রমিক নিহত হয়েছে। নিহত শ্রমিক আসলাম প্রামানিক (৬৫) নাটোর বড়াইগ্রাম থানার লাতুরিয়া গ্রামের মৃত সওকত প্রামানিক ছেলে।
আজ শুক্রবার দুপুরে উপজেলার দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডের উত্তর পাশে গনকখালী ব্রিজ সংলগ্ন এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা ও প্রত্যক্ষদর্শী নির্মাণ শ্রমিক মোস্তফা জানায়, আসলাম পুরামানিক কিশোরগঞ্জ - ভৈরব হাওয়ে সড়কের উপজেলার দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডের উত্তর পাশে গনকখালী ব্রিজ সংলগ্ন এলাকায় সড়ক ও জনপথ অধিদপ্তর কিশোরগঞ্জের অধিনে সংস্কার কাজ করছিলেন। তখন গাড়ি সিগন্যালে দাড়িয়ে থেকে, সিলেটগামী একটি ট্রাককে রাস্তার পাশ দিয়ে যাওয়ার সিগন্যাল দিচ্ছিলেন, এমন সময় ট্রাকটি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনা স্থলেই আসলাম প্রামানিক নিহত হয়। পরে ট্রাক ও ট্রাকের ড্রাইভারকে আটক করে জনতা।
গাড়ির ড্রাইভার রজব আলী (৩০) বলেন, আমি গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়েছিলাম, কীভাবে ঘটনা ঘটেছে বুঝতে পারিনি। সে আরও বলেন, ক্রাউন সিমেন্ট কোম্পানি গাড়িতে কোনো হেলপার দেয় নি।
ভৈরব হাইওয়ে থানার এসআই শামীম বলেন, এ ঘটনায় ট্রাক ও ড্রাইভারকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.