|| ৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ৭ই রমজান, ১৪৪৬ হিজরি
রংপুরে গ্রেফতার হওয়া আওয়ামীলীগের সাবেক এমপির ৪ দিনের রিমান্ড মঞ্জুর
প্রকাশের তারিখঃ ৬ মার্চ, ২০২৫
রিয়াজুল হক সাগর, রংপুর।
রংপুরে গ্রেফতার হওয়া আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (১ম) আদালতের ম্যাজিস্ট্রেট মোঃ সোয়েবুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন।এর আগে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মুস্তাফিজার রহমান ১৫ দিনের রিমান্ডের আবেদন করেন। রিমান্ডের বিরোধিতা করেন আসামী পক্ষের আইনজীবী এ্যাড. ইতফা আক্তার। পরে উভয় পক্ষের শুনানি শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।এদিকে বুধবার দিবাগত রাত পৌনে একটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আরপিএমপি কমিশনার মোঃ মজিদ আলীর নেতৃত্বে নগরীর নিউ সেনপাড়া এলাকায় তার ছেলের ভাড়া করা বাসায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে আত্মীয়ের বাসায় আত্মগোপনে থাকা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারকে গ্রেফতার করা হয়। অভিযানে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান সঙ্গে ছিলেন। গ্রেফতার আফতাব উদ্দিন সরকার নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলন প্রতিহত করতে অবৈধভাবে দেশীয় অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র ব্যবহার, বলপ্রয়োগ, হামলা ও হত্যার চেষ্টা অভিযোগে তিনটি মামলা রয়েছে। তাকে রংপুরের মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তিনি এই মামলার এজাহারভুক্ত ৬০ নম্বর আসামী।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.