|| ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
কুড়িগ্রামে পবিত্র রমজানে পন্য সরবরাহ ঠিক রাখা ও মূল্য তালিকা প্রদর্শন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ৬ মার্চ, ২০২৫
মোঃ হামিদুল ইসলাম,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
পবিত্র রমজানে পন্য সরবরাহ ঠিক রাখা ও মূল্য তালিকা প্রদর্শন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় কুড়িগ্রাম আদর্শ পৌর বাজার ব্যাবসায়ী সমিতি হল রুমে ব্যবসায়ীদের এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল্লাহ ব্যবসায়ীদের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। এসসয় তিনি রমজানে পন্য সরবরাহ ঠিক রাখা ও পন্যের মান নিয়ন্ত্রণ ও মুল্য তালিকা প্রদর্শন করার আহবান জানান।
মতবিনিময় অনুষ্ঠানে সমিতির সভাপতি আবদুল ওয়াদুদ মন্ডল, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হালিম মিয়াসহ পৌর বাজারের বিভিন্ন শ্রেনীর ব্যাবসায়ীরা উপস্থিত ছিলেন। এসময় রমজানে বাজারে পন্য সরবরাহ ঠিক রাখা এবং ভোক্তার কেনাকাটার সুবিধার্থে সঠিক মুল্য তালিকা প্রদর্শনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.