|| ১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি
নওগাঁর মান্দায় বৈদ্যুতিক ট্রান্সফর্মার চোর চক্রের এক সদস্য জনতার হাতে আটক
প্রকাশের তারিখঃ ৪ মার্চ, ২০২৫
উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ জেলা প্রতিনিধি:
মান্দা উপজেলায় বৈদ্যুতিক ট্রান্সফর্মার চোর চক্রের এক সক্রিয় সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা।
আটকের পর স্থানীয়রা চোরকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেন। সোমবার (৩ মার্চ) ভোরে রাতে স্থানীয়রা চোরকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন। আটককৃত চোর চক্রের সদস্য নওগাঁ জেলাধীন রানীনগর উপজেলার বোদলা গ্রামের আব্দুস ছোবহান আলীর ছেলে এরশাদ আলী (৩৮)। পুলিশ সুত্রে জানাগেছে, ঘটনার দিন উপজেলার কাঁমাশোপাড়া ইউপির বাঁশবাড়িয়া এলাকায় লবীর উদ্দিনের রাইচ মিলের ট্রান্সফর্মা চুরি করে পালানোর সময় স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করেন। আটকের পর স্থানীয় কিছু উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেয়। পরে পুলিশ খবর পেয়ে অসুস্থ চোর চক্রের সদস্যকে উদ্ধার করে মেডিকেলে ভর্তি করান। চিকিৎসা শেষে পুলিশ আজ মঙ্গলবার সকালে অসুস্থ চোর চক্রের সদস্যের বিরুদ্ধে চুরি মামলা দায়ের করে আদালতে সোপর্দ করেন। এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনসুর রহমান জানান, বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরির অপরাধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উজ্জ্বল কুমার সরকার নওগাঁ #
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.