|| ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
মুন্সীগঞ্জে এক্স ক্যাডেটস্ এসোসিয়েশন (বেকা)র প্রতিষ্ঠা উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ
প্রকাশের তারিখঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
মুন্সীগঞ্জে এক্স ক্যাডেটস্ এসোসিয়েশন (বেকা) এর ৪৩ তম প্রতিষ্ঠা উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ
ফরহাদ হোসেন জনি,মুন্সীগঞ্জঃ
এক্স ক্যাডেটস্ এসোসিয়েশন (বেকা) এর ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, বেকা মুন্সিগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রতিবছর কেক কাটার আয়োজন করলেও এবছর প্রতিষ্ঠাবার্ষিকীতে ভিন্নধর্মী এক আয়োজন করেন মুক্তিগঞ্জ জেলা বেকা এর সভাপতি এক্স সিইউও মোঃ জসিম মোল্লা। শুক্রবার বিকেলে এক্স ক্যাডেটস্ এসোসিয়েশন এর ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, মুন্সিগঞ্জ জেলা অন্তর্গত শ্রীনগর উপজেলার বিবন্দি আকলিমা খাতুন মাদ্রাসায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময়ে বেকা মুন্সিগঞ্জ জেলা সভাপতি এক্স সিইউও মোঃ জসিম মোল্লা সহ জেলা কমিটির মহিলা বিষয়ক সম্পাদক শিমু আক্তার ও এক্স ক্যাডেটদের উপস্থিতিতে মাদ্রাসার শিক্ষকের হাতে ইফতার সামগ্রী বুঝিয়ে দেন এসোসিয়েশন মুন্সিগঞ্জ জেলা শাখার এক্স ক্যাডেটস্ এসোসিয়েশন । ইফতার সামগ্রী বুঝিয়ে দেবার পর মাদ্রাসার পক্ষ থেকে মাদ্রাসার শিক্ষকরা এক্স ক্যাডেট এসোসিয়েশন জন্য দোয়ার আয়োজন করেন এবং বেকা মুন্সিগঞ্জ জেলা শাখার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সভাপতি এক্স সিইউও মোঃ জসিম মোল্লা বলেন, আমাদের এই ব্যতিক্রমী উদ্যোগ সবসময় অব্যাহত থাকবে বলে আমি আশা করি এবং আগত পবিত্র রমজান মাসে এক্স ক্যাডেট ও বর্তমান ক্যাডট দের সাথে একসাথে বসে ইফতার করার প্রয়াসও করেন তিনি, ইফতার সামগ্রী বিতরণ কালে আরো উপস্থিত ছিলেন আনোয়ার খান, নুর আলম অভি, সজল কুমার দাস, শাহাদাত হোসেন, আব্দুল কুদ্দুস শেখ, মতি শেখ, মাহমুদ হাসান ফাহাদ, আসলাম শেখসহ শিক্ষক ও এলাকার গন্যমান্য ব্যক্তি।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.