|| ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
কালিহাতীতে সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তার বিদায় ও নবাগত কর্মকর্তার যোগদান
প্রকাশের তারিখঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
দেবাশীষ কর্মকার টাঙ্গাইল জেলা প্রতিনিধি
কালিহাতীতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করলেন মো.খাইরুল ইসলাম।
বৃহস্পতিবার ( ২৭ ফেব্রুয়ারী) সকালে নবাগত এ কর্মকর্তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদত হুসেইন । নবাগত ইউএনও মো.খাইরুল ইসলাম মাদারীপুর জেলার কৃতি সন্তান। তিনি বিসিএস ৩৫ তম ব্যাচের প্রশাসনিক ক্যাডার কর্মকর্তা হিসেবে সরকারি চাকুরিতে যোগদান করেন। কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালনের আগে তিনি রাজশাহী তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসাইন কালিহাতি উপজেলার মানুষের হৃদয় মনিকোঠীরে জায়গা করে নিয়েছিলেন তার বিদায়ে মানুষ অশ্রুসিক্ত হয়েছে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খাইরুল ইসলাম সকল সাধারণ মানুষের মনের মনিকোঠোরে তার কর্মের মাধ্যমে জায়গা করে নিবেন বলে সকল সাধারণ মানুষের প্রত্যাশা
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.