|| ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৫শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
শোর কণ্ঠের এমন আয়োজন সুন্দর সমাজ বিনির্মানে ভূমিকা রাখবে …….নিগার সুলতানা, ইউএনও, শাহরাস্তি
প্রকাশের তারিখঃ ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
রকি চন্দ্র সাহা,চাঁদপুর
শোর কণ্ঠের এমন আয়োজন সুন্দর সমাজ বিনির্মানে ভূমিকা রাখবে
.......নিগার সুলতানা, ইউএনও, শাহরাস্তি
শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা বলেছেন, শিক্ষার্থীদের নিয়ে "কিশোর কণ্ঠ পাঠক ফোরামের" এমন আয়োজনকে আমি সাধুবাদ জানাই, আমি আশা করবো তারা আগামীতেও সাধারণ শিক্ষার্থী মেধা মনন বিকাশের লক্ষ্যে এমন ব্যাতিক্রমধর্মী আয়োজন করবে। কিশোর কণ্ঠের এমন আয়োজন সুন্দর সমাজ বিনির্মানে ভূমিকা রাখবে। শুধু কুইজ প্রতিযোগিতা নয়, বিতর্ক প্রতিযোগিতা, বক্তব্য প্রতিযোগিতা, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা সহ নানামুখী শিক্ষা মূলক কাজের মাধ্যমে তারা এগিয়ে যাক এটাই কামনা করি।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে "কিশোর কণ্ঠ পাঠক ফোরাম" শাহরাস্তি পৌরসভার উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেছেন।
"কিশোর কণ্ঠ পাঠক ফোরাম" শাহরাস্তি পৌরসভার পরিচালক আক্তার হোসেন শিহাবের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন ফোরামের চাঁদপুর জেলার সহকারী উপদেষ্টা হাসিবুল হাসান।বিশেষ অতিথি শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মঈনুল ইসলাম কাজল, শাহরাস্তি মডেল স্কুলের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, শাহরাস্তি প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ফয়েজ আহমেদ, ফোরামের সাবেক চাঁদপুর জেলার উপদেষ্টা ডা: আবুল বাশার, মেহার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গোলাম সরোয়ার, শাহরাস্তি পৌর যুব ও ক্রীড়া সংসদের সভাপতি জাহিদুল ইসলাম শামীম প্রমুখ।
অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৭শত শিক্ষার্থীর মধ্য থেকে শাহরাস্তি পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪০জন শিক্ষার্থীকে পুরষ্কার তুলে দেয়া হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.