|| ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ৩রা শাওয়াল, ১৪৪৬ হিজরি
ভৈরবে ২ ছিনতাইকারী’কে আটক করেছে র্যাব
প্রকাশের তারিখঃ ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
মো. আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জের ভৈরবে ২ জন ছিনতাইকারী'কে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প।
বুধবার ২৬ ফেব্রুয়ার দিবাগত রাত ১০ টার দিকে উপজেলার আমলাপাড়া এলাকা হতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার আমলাপাড়া এলাকার আব্দুর রউফ এর ছেলে মোঃ সিয়াম (২০) এবং মোঃ মমিন খান এর ছেলে মোঃ সুমন খান (২১)।
র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের অধিনায়ক, সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার লুৎফা বেগম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, র্যাব-১৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত পেশাদারিত্বের সাথে, বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখ আনুমানিক রাত ২২:০০ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন আমলাপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ছিনতাইকারী মোঃ সিয়াম (২০), পিতা-আব্দুর রউফ, মোঃ সুমন খান (২১), পিতা-মোঃ মমিন খান, উভয় সাং-আমলাপাড়া, থানা- ভৈরব, জেলা- কিশোরগঞ্জ, তাদেরকে আটক করতে সক্ষম হয়।
তিনি আরও জানান, এই ঘটনায় কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় মামলা দায়ের পূর্বক আসামীদ্বয়কে হস্তান্তর করা হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.