|| ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ২৯শে শাবান, ১৪৪৬ হিজরি
নবীনগরে গভর্নিংবডির পরিচিতি সভা ও মেধা পুরস্কার বিতরণ
প্রকাশের তারিখঃ ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
মোঃ জাবেদ আহমেদ জীবন,নবীনগর উপজেলা প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির পরিচিত সভা ও বার্ষিক পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কলেজের সম্মেলনকক্ষে এ সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ মো. মোস্তাক আহাম্মদ এর সভাপতিত্বে এবং শিক্ষক ও সাংবাদিক মো. কামরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সভাপতি সুমন মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিংবডির অভিভাবক সদস্য ও ইউনিয়ন যুবদল সভাপতি শফিকুল ইসলাম, প্রাক্তন শিক্ষার্থী টিপু শেখ মির্জা ও ইব্রাহিম আজাদ।
অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি ও অভিভাবক সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। অনুষ্ঠান শেষে বিভিন্ন শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে অতিথিরা মেধা পুরস্কার বিতরণ করেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.