|| ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
শ্রীনগরে নানার বাড়ি বেড়াতে এসে অটোধাক্কায় শিশুর মৃত্যু
প্রকাশের তারিখঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
শ্রীনগরে নানার বাড়ি বেড়াতে এসে অটোধাক্কায় শিশুর মৃত্যু
ফরহাদ হোসেন জনি,মুন্সীগঞ্জঃ
শ্রীনগরে নানার বাড়ি বেড়াতে এসে তারকিফ হোসেন (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
বুধবার বিকেল আনুমানিক ৩টার সময় শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নের পাড়াগাঁওয়ের পাকা রাস্তার উপর মাস্টার বাড়ি সংলগ্ন পদ্মা ডিলারের সয়াবিন তেলের মালবাহি অটো ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে এই দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহত তারকিফ হোসেন(৫) মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি আউটশাহি ইউনিয়নের কাইচাইল গ্রামের আক্তার হোসেনের পুত্র।
স্থানীয়রা জানায়,নিহত তারকিফ হোসেন তার নানার বাড়ি বেরাতে আসে বাড়ির সামনে অটো থেকে নামার সময় পিছন থেকে ঘাতক পদ্মা ডিলারের সয়াবিন তেলের মালবাহি অটো ভ্যানে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে নিহত হয়।
ঘাতক অটো ভ্যান চালক মারুফ হাসান মুন্না(২১)পিতা -শহিদুল ইসলাম এবং তার সাথে থাকা সহযোগী শ্রীনগর থানায় পুলিশ হেফাজতে আছে।
পরবর্তীতে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বজনরা নিহতের মরদেহ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে শ্রীনগর থানা ওসি তদন্ত ওয়াহিদ পারভেজ বলেন,ঘটনাটি আইনগত প্রক্রিয়া ধীন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.