|| ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ২৪শে শাবান, ১৪৪৬ হিজরি
সাংবাদিক আবদুল্লা হ আল -হাদি আল শেখ শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন
প্রকাশের তারিখঃ ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট সাংবাদিক আবদুল্লা হ আল -হাদি আল শেখ শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজি উন) তার মৃত্যুতে সহকর্মীরা শোক প্রকাশ করেছে ন।আমরাও উনার মৃত্যুতে শোক প্রকাশ করছি এবং শোকা হত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
সাংবাদিক আবদুল্লাহ আল-হাদি আল শেখ উদ্ভাবনী অবদানের জন্য বেশ পরিচিত ছিলেন,তিনি ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত আবুধাবি চ্যানেল নেটওয়ার্কের প্রাক্তন নির্বাহী পরিচালক হিসাবে কাজ করেছিলেন।
ক্রীড়া মিডিয়ার ক্ষেত্রে তার ভূমিকা ইয়াস স্পোর্টস চ্যানেল প্রতিষ্ঠার দিকে পরিচালিত করে,যা উট দৌড় এবং অশ্বারোহণের মতো ঐতিহ্যবাহী খেলা সহ বিভিন্ন ক্রীড়া ইভেন্টে বিশেষীকরণ করে তুলে।তিনি মজিদ কিডস চ্যানেল চালু করার ক্ষেত্রেও গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করেছিলেন,তরুণ দর্শকদের জন্য আকর্ষণীয় শিক্ষামূলক বিষয়বস্তু প্রদান করেন।
তার পুরো কর্মজীবন জুড়ে,আল শেখ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্বাহী পদে অধিষ্ঠিত ছিলেন,২০১৭ সালে 'ব্রডকাস্ট এক্সিকিউটিভ অফ দ্য ইয়ার',২০১৬ সালে 'ইউএই পাইওনিয়ার অ্যাওয়ার্ড' এবং ২০০৯ সালে 'সেরা প্রযুক্তি বাস্তবায়নকারী' সহ অসংখ্য মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করেছেন।
তিনি একজন ওয়েব স্টার হিসেবেও ইউএই ২০ -এ সম্মা নিত ছিলেন।যুক্তরাজ্যের গ্লাসগোতে স্ট্র্যাথক্লাইড বিশ্ব বিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি (এমবিএ) সম্পন্ন করেছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.