|| ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ২৪শে শাবান, ১৪৪৬ হিজরি
হাইমচর ঢেলের বাজার আন্ত – মিনি ফুটবল টুনার্মেন, ফাইনাল খেলা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ২২ ফেব্রুয়ারি, ২০২৫
মোঃ হোসেন গাজী,হাইমচর চাঁদপুর
হাইমচর উপজেলার ঢেলের বাজার যুব সমাজ এর আয়োজনে যুব আন্ত - মিনি ফুটবল টুনার্মেন খেলা ২০২৪ খেলা সম্পন্ন।
২২ ফেব্রুয়ারী শনিবার বিকেলে বাজাপ্তী রহমনী মহন উচ্চ বিদ্যালয় মাঠে মিনি ফুটবল খেলা অনুষ্ঠানে হাইমচর উপজেলা তাতীদলের সভাপতি অলিউল্লাহ ছৈয়ালের সভাপতিত্বে ও মোঃ বাবুল গাজীর পরিচালনায়, ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের সাবেক সংসদ সদস্য রাশেদা বেগম হীরা তিনি বলেন বাংলাদেশের উদীয়মান তরুণ খেলোয়ারদের মনি কোঠায় চির অম্লান হয়ে থাককবেন। এছাড়াও ফ্যাসিস্ট সরকারের পতনের পর চাঁদপুর ও হাইমচরে মিনি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা মধ্য দিয়ে বাংলাদেশ কে দেখিয়ে দিলো নতুন পথের দিশারী নেতৃত্ব। নিহতের আত্মার মাগফেরাত কামনা ও আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন যুব সমাজকে খেলাধূলার প্রতি আগ্রহী করে তাদেরকে রক্ষা করতে হবে। যুবসমাজকে রক্ষা করতে পারে একমাত্র ক্রীড়া জগত। তাই বেশি বেশি করে খেলাধূলার আয়োজন করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির সাবেক সদস্য মোঃ হান্নান গাজী, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফাতেমা বেগম,উপজেলা তাতীদলের সাধারণ সম্পাদক কাদির বেপারী, যুবদলের নেতা মোঃ ফারুক পেদা, শরীফ হোসেন, উত্তর আলগী ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ মনির হোসেন, মিজান খান, জাহাঙ্গীর মিজি, আলমগীর, রিপন মাষ্টার সাদ্দাম হোসেন প্রমুখ। খেলায় সিনিয়র একাদশকে হারিয়ে জুনিয়র একাদশ বিজয়। বিপুল সংখ্যক নেতাকর্মী ও দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।
খেলা শেষে অতিথিরা খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। আয়োজকদের সাথে কথা বলে জানা যায় যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে সরিয়ে রাখতে এবং এই এলাকার যুবসমাজের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতেই এই আয়োজন করা হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.