|| ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ২৪শে শাবান, ১৪৪৬ হিজরি
স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’র উদ্যোগে করৈয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের বার্ষিক মিলনমেলা
প্রকাশের তারিখঃ ২২ ফেব্রুয়ারি, ২০২৫
সেপাল নাথ,ছাগলনাইয়া
ব্যাপক উৎসাহ, উদ্দীপনার মধ্যে দিয়ে ফেনীর ছাগলনাইয়া ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান করৈয়া বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের এক্স-স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে মিলনমেলা ২০২৫, মেজবান, বৃত্তি ও সম্মাননা স্বারক প্রদান করা হয়।
শনিবার (২২ ফেব্রুয়ারী) বিদ্যালয় মাঠে সাবেক ও বর্তমান প্রায় চার হাজার শিক্ষার্থীদের পদচারণায় দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এক্স-স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আলাউদ্দিন পাটোয়ারী'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আমিন বাদশা'র সঞ্চালনায় উপস্থিত ছিলেন এক্স-স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান নয়ন, সহসভাপতি মো. শাহজাহান, আমিনুল ইসলাম ভুঁইয়া, মোমিনুল হক ভুঁইয়া, যুগ্ন সম্পাদক নুরুল আফসার সেলিম, আনোয়ার এইচ রয়েল রানা, সহ সম্পাদক মীর কাশেম খাঁন, সাংগঠনিক সম্পাদক ও বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি মো এনামুল হক, অর্থ সম্পাদক মো. শহীদ উল্যাহ, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আজিজুল ইসলাম আজমীর, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবদুল মান্নান সহ কার্যকরী সকল সদস্যবৃন্দ।
মেজবান উদযাপন কমিটির আহবায়ক হিসেবে দায়িত্বে ছিলেন অহিদুর রহমান ভুঁইয়া নবী। শেষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও মানবতা কল্যাণে সেবামূলক কার্যক্রমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সম্মাননা স্বারক তুলে দেন আয়োজক কমিটি। র্যাফল ড্র এর মধ্যে দিয়ে মিলনমেলা অনুষ্ঠানটি জাঁকজমকপূর্ণ শেষ হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিদ্যালয় এডহক কমিটির সকল সদস্য, শিক্ষক শিক্ষিকা, স্থানীয় ব্যাক্তিবর্গ সহ আরো অনেকে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.