|| ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৪ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
সাপাহারে যথাযোগ্য মর্যাদায় মহান মাতৃভাষা দিবস পালন
প্রকাশের তারিখঃ ২২ ফেব্রুয়ারি, ২০২৫
রতন মালাকার,নওগাঁ সাপাহারা।
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: সাপাহার উপজেলার তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রভাতফেরি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার একুশে ফেব্রুয়ারি সকালে তেঘরিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিক্ষার্থীদের সাথে অত্র বিদ্যালয় মাঠে প্রভাতফেরি নিয়ে বিদ্যালয় চত্বরের শহীদ মিনার প্রাঙ্গণ এসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তাবক অর্পণ করেন। এরপর শিক্ষার্থীদের মাঝে মহান একুশে ফেব্রুয়ারির তৎপর্য তুলে ধরেন।
বিদ্যালয় প্রধান শিক্ষিকা জনাব শামীমা আক্তার এর সার্বিক পরিচালন শিক্ষিকা মন্ডলির সহযোগিতায় মহান একুশে ফেব্রুয়ারি যথাযথ্য মর্যাদায় পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষিকা শামীমা আক্তার সহ অত্র বিদ্যালয়ের সকল শিক্ষিকা ও অভিভাবক গণ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.