|| ৩১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ২রা শাওয়াল, ১৪৪৬ হিজরি
দাকোপের বাজুয়া-খুটাখালী আর্য্যহরিসভা মহানাম যজ্ঞে লাউডোব “বারিধারা”সেবাসংঘ”জলদান কার্যক্রম”পরিচালনা করছে
প্রকাশের তারিখঃ ২২ ফেব্রুয়ারি, ২০২৫
স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান।
উৎসব মুখর পরিবেশে ও ধর্মীয় ভাবগম্ভীযের মধ্যদিয়ে ঐতিহ্যবাহী বাজুয়া-খুটাখালী আয্যহরি সভা অঙ্গনে ৪৫ তম বর্ষীয় ৫৬ প্রহরব্যাপী শ্রিশ্রি মহানাম সংকির্তন।বাজুয়া-খুটাখালী ঐতিহ্যবাহী আর্য্যহরিসভা প্রঙ্গণে ৩ ফাল্গুন ১৪৩১ বাংলা ইংরাজী ১৬ ফ্রেবুয়ারি (২০২৫) রবিবার সন্ধ্যায় কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে মঙ্গলঘট স্হাপন,শুভ গন্ধাধিবাস ও ভাগবত আলোচনার মধ্যে দিয়ে শুরু হয়েছে।৪ ফাল্গুন সোমবার প্রতুষ কাল থেকে অবিরাম মহানাম সংকির্তন চলতে থাকবে এবং১০ ফাল্গুন সোমবার প্রত্যুষ মহানাম সমাপন হবে।৮ টি নামি দামি কর্তন দল মহা সংকির্তন পরিবেশন করবে।,নামযজ্ঞ উপলক্ষে লাউডোব "বারিধারা সেবাসংঘ ৩ মার্চ রবিবার থেকে আর্য্যহরিসভা মন্দির প্রাঙ্গনে মহানাম যজ্ঞের হাজার হাজার আর্ত প্রীড়িত,তৃষিত ভক্তের মাঝে জল দান করে চলেছেন।
প্রতি বছরের মতো এবারেও প্রথম দিন থেকে "বারিধারা সংঘের সভাপতি বিমালেন্দু বিশ্বাসের পরিচালনায় একদল তরুন-তরুনী অবিরাম অক্লান্ত প্ররিশ্রম করে যাচ্ছে।৭ বছর ধরে বারিধারা সেবা সংঘ উপজেলার বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে "জল দান" কার্যক্রম পরিচালনা করে আসছে।৬ষ্ঠ দিন শনিবার এই কার্য্যক্রমে ১ হাজার লিটার জল ভক্তদের মাঝে বিতরণ করেছেন সিদার্থ গাইন,এই কার্যকমে আরো রয়েছেন,প্রশান্ত রায়,বিকাশ মন্ডল,কাজল মন্ডল,নিরন্জন রায়,ঝর্না মন্ডল,বিউটি দত্ত,জয়ী রায়,প্রবিত্র কয়াল,লাবনী রায় বিষ্নু পদ রায়,স্কপন মল্লিক সহ আরো অনেকে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.