|| ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে শাবান, ১৪৪৬ হিজরি
চান্দ্রা বাজার নুরিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার বার্ষিকী ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা,মেধা, মেধা পুরস্কার প্রদান
প্রকাশের তারিখঃ ২১ ফেব্রুয়ারি, ২০২৫
মোঃ হোসেন গাজী,হাইমচর চাঁদপুর
চাঁদপুর সদরের ঐতিহ্যবাহী শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান চান্দ্রা বাজার নুরিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসার বার্ষিক ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার ও মেধা পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারী দুপুরে চান্দ্রা বাজার নুরিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার হলরুমে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এস এ এম মিজানুর রহমান। অনুষ্ঠানের উদ্বোধক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আনোয়ার হোসেন খান। চান্দ্রা বাজার নুরীয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ এটি.এম মোস্তফা হামিদী'র সভাপতিত্বে সহকারী শিক্ষক এস এম আহসান হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ১২ নং চান্দ্রা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তালহা ফারুকী সঞ্চয় পাটওয়ারী, চাঁদপুর জজকোর্টের এপিপি অ্যাডভোকেট আব্দুল কাদের খান। এছাড়াও অনুষ্ঠানে মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান, আরবি প্রভাষক মাওলানা ছালাউদ্দিন চাঁদপুরী বক্তব্য রাখেন। এসময় মাদ্রাসার শিক্ষক মন্ডলি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচন অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার ও দ্বিতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত মেধা তালিকায় প্রথম তিনজনকে শিক্ষা উপকরণ প্রদান করা হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.