|| ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে শাবান, ১৪৪৬ হিজরি
নবীনগরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফ্রিজ টিভি কাপ ক্রিকেট টূর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত।
প্রকাশের তারিখঃ ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
মোঃ জাবেদ আহমেদ জীবন
নবীনগর উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর উপজেলার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গত ১৮ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হয়েছে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফ্রিজ টিভি কাপ ক্রিকেট টূর্নামেন্ট।
নবীনগর কৃষকদলের আহবায়ক হাজী মোঃ জহিরুল হক ( জরু মিয়ার) সভাপতিত্বে ওক্ত খেলা টি উদ্বোধক কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক কে এম মামুনুর রশীদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , ব্রাহ্মণবাড়ীয়া জেলা বিএনপির আহবায়ক ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এম এ মান্নান।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন মাদকমুক্ত রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই, আমাকে যদি বিএনপি থেকে মনোনয়ন দেয় ইন্সাআল্লাহ যুবকরা যেন সবসময় খেলাধুলায় মনোযোগী থাকতে পারে সেই ব্যবস্হা ও তাদের খেলাধুলার জায়গা করে দেওয়ার চেষ্টা করবো।
প্রধানপৃষ্ঠপোষক জাবেদুল ইসলাম জাবেদ, নিবেদক আব্দুল্লাহ আল মামুন, সঞ্চালনায় ছিলেন বশির আহাম্মদ সবুজ সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ওক্ত খেলায় নবীনগর গোলমাল ক্রিকেট একাদশ বনাম চিত্রি ক্রিকেট একাদশ দলের খেলোয়াড়রা অংশ গ্রহন করেন,
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.