|| ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ২৫শে রমজান, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়া পাইলট বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া পুরষ্কার বিতরণ
প্রকাশের তারিখঃ ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
সেপাল নাথ,ছাগলনাইয়া ফেনী
ফেনীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ছাগলনাইয়া পাইলট বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া পুরষ্কার বিতরণ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টা বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুবল চাকমা।
বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও উপজেলা বিএনপি সদস্য সচিব মো. আলমগীর বিএ'র সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক কপিল উদ্দিন সরকার, এডহক কমিটির সদস্য মিজানুর রহমান মজুমদার ও শিক্ষক প্রতিনিধি মো. মনির উদ্দিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম আবছার।
মেধার উন্নয়ন, শিক্ষার মানোন্নয়নে, বিদ্যালয় অবকাঠামো উন্নয়ন সহ সকল ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও মেধার উন্নয়নে অভিভাবকদের আরো সচেতনতার মধ্যে কাজ করার আহবান জানান বক্তারা।
অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাসরিন জেরিনের সঞ্চালনায় ক্রীড়া, সাংস্কৃতিক ও মেধাবী প্রতিযোগিতা অংশগ্রহণে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন আগত অতিথিবৃন্দ।
সিনিয়র শিক্ষক মো. আতিক উল্যাহ ইউসুফির পরিচালনা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক সহ শিক্ষার্থীবৃন্দ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.