|| ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে শাবান, ১৪৪৬ হিজরি
৪০ বছরের রেকর্ডটা ছিল ভারতের দখলে, এবার যুক্তরাষ্ট্রের দখলে
প্রকাশের তারিখঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
দুদিন আগে একই টুর্নামেন্টে ওয়ানডে ক্রিকেটের ৫৪ বছর পুরোনো রেকর্ড ভেঙে দিয়েছিল ওমান।
নামিবিয়াকে ৯৬ রানে গুটিয়ে দেওয়ার দিনে সবগুলো উইকেটই নিয়েছিলেন ওমানের স্পিনাররা। সেই ঘটনার রেশ না কাটতেই আজ আইসিসি মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ টু-তে সেই ওমানকেই গুঁড়িয়ে দিয়ে আরেক রেকর্ডের জন্ম দিয়েছে যুক্তরাষ্ট্র।
রেকর্ডটা ওয়ানডে ক্রিকেটে সর্বনিম্ন রানের পুঁজি নিয়ে ম্যাচ জেতার। ১৯৮৫ সালে ভারত ১২৫ রান করেও পাকিস্তানকে ৩৮ রানে হারিয়েছিল। আজ ওমানের আল আমেরাত স্টেডিয়ামে ভারতের ৪০ বছর পুরোনো রেকর্ডটা ভেঙে দিয়েছে যুক্তরাষ্ট্র। স্বাগতিক ওমানের সামনে ১২২ রানে অলআউট হয়েও ৫৭ রানে ম্যাচ জিতেছে যুক্তরাষ্ট্র।
আগে ব্যাট করতে নেমে ওমানের স্পিনারদের সামলাতেই ব্যর্থ হয় যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যানরা। শাকিল আহমেদ ও আমির কালিমদের স্পিনে ৩৫.৩ ওভারে ১২২ রানেই গুটিয়ে যায় অ্যারন জোনসরা। সফরকারীদের অলআউট করার ম্যাচে আজও সব ওভার স্পিনারদের দিয়েই করিয়েছে ওমান।
তবে লক্ষ্য তাড়া করতে নেমে ২৬তম ওভারে মাত্র ৬৫ রানেই অলআউট হয়ে যায় ওমান। দলের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন হামাদ মির্জা, আর বাকি দশ ব্যাটসম্যানের কেউই দুই অঙ্কের ঘরে যেতে পারেনি। যুক্তরাষ্ট্রের হয়ে ৫ উইকেট নেন স্পিনার নশথুস কেনজিগে।
ওমানের পর যুক্তরাষ্ট্রও তাদের ইনিংসে সব স্পিনারদের দিয়েই বল করিয়েছে। আর তাতেই দুই দল স্পিনারদের দিয়ে বল করানোর মাধ্যমে ওয়ানডে ক্রিকেটে আরেকটি নতুন ইতিহাস গড়েছে। এর আগে ছেলেদের ওয়ানডে ক্রিকেটের ৪৬৭১টি ম্যাচের মধ্যে কখনো স্পিনারদের দিয়ে পুরো ম্যাচের সব ওভার বোলিং করানো হয়নি।
সেই সঙ্গে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ ১৯টি উইকেট স্পিনারদের নেওয়ার যৌথ রেকর্ডেও ভাগ বসিয়েছে এই ম্যাচ। এর আগে সর্বপ্রথম সবচেয়ে বেশি এক ম্যাচে ১৯ উইকেট নেওয়ার রেকর্ড দেখেছিল ২০১১ সালে চট্টগ্রামে বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচ
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.